বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইতালিতে পালেরমো সিসিলি বিএনপির দোয়া মাহফিল
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির পালেরমো সিসিলি বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পালেরমো শহরে ভিয়া রোমা কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন পালেরমো সিসিলি শাখা বিএনপির সাবেক সহ সভাপতি ইসলাম হোসেন, সদ্য সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মাসুদ আকন এর পরিচালনায় মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক, সামাজিক ও দেশসেবামূলক অবদানের স্মরণ করেন নেতাকর্মীরা।
বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি মাওলানা জহির উদ্দিন, পালেরমো সিসিলি বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, উপদেষ্টা সেলিম উল্লাহ, আলর্তা মির্জা, সাবেক সহ সভাপতি ও পালেরমো জিয়া পরিষদের আহবায়ক বোরহান উদ্দিন, পালেরমো বিএনপি, সাবেক যুগ্ম সম্পাদক ও জিয়া পরিষদের সদস্য সচিব মাহতাবুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক কামাল হোসেন মিঠু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান জামাল তালুকদার, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, পালেরমো বিএনপি এর সাবেক ১ নং সদস্য আবদুল হান্নান খান, সাবেক প্রচার সম্পাদক ওয়ালিদুর রহমান সোহেল, ইতালি কেন্দ্রীয় যুবদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক সহ সভাপতি আহসান উল্লাহ, যুবনেতা আফজাল জারদিগীর, মোহাম্মদ মনসুর আলম মুনসুর সানী, মোসাব্বীর হোসেন, রবিউল আহমেদ, পালেরমো সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ দুলাল হোসেন, এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, জিয়া পরিষদসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।
শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার, জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি মাগফেরাত ও তারেক রহমান এর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন ভিয়া রোমা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আলম।

