মুফতি মেনকের ইসলামিক কনফারেন্সে হাজার হাজার মুসলীম নর-নারী

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬ | আপডেট: ৩:২৭:অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬

জি এম রাসেল : উপস্থিত হাজারো মানুষের হাতে থাকা মোবাইল ফোনের আলোর ছটায় আলোকিত হয়ে বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার মুফতী মেনক যখন বিশাল মঞ্চে আসেন,পুরো হলভর্তি মানুষের মধ্যে তখন এক অন্যরকম অনুভুতি। তাকবীর তাকিবীর ধ্বনিতে স্বাগত জানানো হয় এই স্বনামধন্য স্কলারকে। মুফতী মেনক এসেছিলেন বার্মিংহামে অনুষ্ঠিত হওয়া মুসলীম কমিউনিটির লাইট আপন লাইট শীর্ষক এক ইসলামিক উইন্টার কনফারেন্সে। বার্মিংহাম ছাড়াও পার্শ্ববতী বিভিন্ন শহর থেকে পরিবার পরিজন নিয়ে আসা হাজার হাজার মুসলীম নর-নারীদের উপস্থিতিতে গত ২ জানুয়ারী বার্মিংহামের বিশাল ভেন্যু ইউটিলিটা এরিনায় এই ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে মুফতী মেনক ছাড়াও শায়েখ ওমর সোলায়মান,শায়েখ আলী হামুদা,আবু বকর জৌদ প্রমূখসহ যোগ দেন বিশ্ববিখ্যাত বেশ ক‘জন ইসলামিক স্কলার। হাজার হাজার মুসলীম নর-নারীদের মধ্যে এই ইসলামিক কনফারেন্সে তরুন-তরুনীদের সংখ্যাই ছিলো বেশী। তারা এতে উপস্থিত হতে পেরে ছিলো উচ্ছসিত। এতে পরিবার পরিজন শিশু কিশোরদেরও নিয়ে আসেন অনেকে। মিডল্যান্ডসের মুসলীম কমিউনিটির বৃহৎ এই আয়োজনে যোগ দেন বিঅন টিভি ইউকের প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন। তিনি মুসলীম উম্মাহর কল্যাণে এই ধরনের আয়োজনের উপড় গুরুতা¡রোপ করেন। মুসলীম বিশ্বের বিভিন্ন দেশের মানুষের পাশাপাশি এই আয়োজনে পরিবার পরিজন নিয়ে অনেক বাংলাদেশীদেরও উপস্থিতি ছিলো লক্ষনীয়। তারা এটির মাধ্যমে তরুন প্রজন্মের মুসলীমদের মধ্যে ইসলামি চেতনা সমৃদ্ধ হবে বলে মনে করেন। উল্লেখ্য প্রতিবছরই ঈমান টিভি‘র উদ্যোগে বার্মিংহামে বিশালাকারে এই ইসলামিক কনফারেন্সটি অনুষ্টিত হয়। বার্মিংহাম এরিনা হলের প্রায় ষোলো হাজার মানুষের এই আয়োজনে পুরো টিকেটই আগাম বিক্রি হয়ে যায়। শেষ মুহুর্তে টিকেটের কারণে অনেকে এই কনফারেন্সে যেতে পারেন না।

 

https://www.facebook.com/reel/1904181427128465