বার্মিংহামে মতবিনিময় — মৌলভীবাজারের উন্নয়নে বাস্তবমুখী বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হবে —এম নাসের রহমান

আহমেদ সুহেল : মৌলভীবাজারের আর্ত সামাজিক উন্নয়নে বাস্তবমুখী বিভিন্ন পরিকল্পনা গ্রহনসহ এলাকার মানুষদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান। তিনি গত ১৬ জুলাই বুধবার যুক্তরাজ্যের বার্মিংহামে তার সম্মানে আয়োজিত এক মতবিনিময় সভায় এলাকার নানা উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজিৈনত নানা বিষয়াদি নিয়েও কথা বলেন। বার্মিংহাম ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহরে থাকা মৌলভীবাজার জেলা বিএনপির বিপুল সংখ্যাক নেতা-কর্মীসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই মতবিনিময় সভার আয়োজন করে মিডল্যান্ডসের মৌলভীবাজার জেলা বিএনপি পরিবার। এতে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন বার্মিংহাম-ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী। আর বিএনপি নেতা ফখরুল ইসলাম রিপনের সার্বিক তত্বাবধানে মতবিনিময় সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ আহাদ ও সাবেক ছাত্রনেতা কুলাউড়া শরীফপুরের প্রবাসী সরওয়ার আহমেদ।
এম নাসের রহমানের মতবিনিময়কে কেন্দ্র করে অনুষ্টাস্থল বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার হয়ে উঠে বার্মিংহামসহ,ওয়ালসল,লুটন,নর্থহাম্পটন,কভেন্ট্রি,লেষ্টার,শেফিল্ড,নিউক্যাসেল,কার্ডিফ-নিউপোর্ট সহ বিভিন্ন শহর থেকে ছুটে আসা মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার বিএনপি যুবদল ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের এক মিলন মেলা। ফরিদ আহমেদের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভার শুরুতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়। ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপি নেতা আব্দুল বাসিদের স্বাগত বক্তব্যের পর মতবিনিময় সভায় মৌলভীবাজার সদর,রাজনগর,শ্রীমঙ্গল,কুলাউড়া ও বড়লেখা উপজেলার বিএনপির নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান তাদের প্রিয় নেতা এম নাসের রহমানকে।
উক্ত মতবিনিময় সভায় যোগ দিয়ে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রভাবশালী সদস্য এম নাসের রহমান আগামী ফেব্রæয়ারীতে জাতীয় নির্বাচন হলে বিএনপির ২৩০/২৪০টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করে বলেন, পুর্বের নির্বাচনগুলোতে বিএনপির সাথে কোয়ালিশন করে জামাতে ইসলামি বেশ কটি আসন পেয়ে এমপি মন্ত্রী পর্যন্ত হয়েছিলো ; তারা যতো লম্বা বুলি আওড়াক তারা নিজেরাই জানে ভোটের রাজনীতিতে জনগণের কাছে তাদের অবস্থান কোথায়। তিনি বলেন দেশের উন্নয়ন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু-তিন মাসের মধ্যে বাংলাদেশে যাবেন এবং নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আসীন করবে। শীঘ্রই শমশেরনগর বিমান বন্দর চালু করার বিষয়টি উল্লেখ করে এলাকার উন্নয়ন সম্পর্কে এম নাসের রহমান বলেন,শুধুমাত্র শ্রীমঙ্গল ঢাকা ঢাকা শ্রীমঙ্গল দিয়ে একটি নতুন ট্রেন চালুরও চেষ্টা করা হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বরাবরের মতো স্পষ্ট নানা বক্তব্য তুলে ধরে এম নাসের রহমান বলেন,আগামী জাতীয় নির্বাচনে ২৩০/২৪০ টি আসন পাবে।
বিএনপি নেতা আব্দুল বাসিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মতবিনিমিয় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার,মৌলভীবাজার পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আয়াস আহমেদ,মৌলভীবাজার জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং একাটুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওয়াদুধ আলম,কার্ডিফ বিএনপির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম,বিএনপি নেতা সৈয়দ হেমায়েত কাবির সিপার,কাউসারুল ইসলাম সুমন,যুক্তরাজ্য যুবদল নেতা আমিনুর রহমান শাহিন,মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ ও দেলোয়ার হোসেন আহাদ,স্বেচ্ছাসেবক দল বার্মিংহাম সিটির আহবায়ক বাবরুল ইসলাম,বড়লেখা উপজেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আব্দুল আলীম,নিউপোর্ট যুবদলের সভাপতি শামিমুল ইসলাম বদরুল, মৌলভীবাজার দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি বৃষ্টল প্রবাসী আব্দুল মোমিত রবিন প্রমূখ। এসময় তারা আগামী জাতীয় নির্বাচনে এম নাসের রহমানকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। মতবিনিময় সভায় মঞ্চে বার্মিংহামে মৌলভীবাজারের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব হাবিবুর রহমান,ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোস্তাকিম চৌধুরী,সাবেক সহ – সভাপতি আফজল মিয়া আব্বাস ছাড়াও অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আঙ্গুর মিয়া,সাবেক সাধারণ সম্পাদক সাদেক সুলতান মসুদ ও আওলাদ হোসেন,বার্মিংহাম বিএনপির সাবেক সভাপতি আবজার হোসেইন,সাবেক যুগ্ম সম্পাদক গুলজার আহমেদ ফয়ছল ও কবীর আহমেদ,সাবেক প্রচার সম্পাদক দুরুদ আহমেদ,জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ইউরোপ কো অর্ডিনেটর ফয়ছল আহমেদ,ইষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি ও লেষ্টারের সাবেক কাউন্সিলর শহীদুল্লাহ খান,নর্থ ইষ্ট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহান চৌধুরী,শেফিল্ড বিএনপির প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক,মিসবাউজ্জামান চৌধুরী লিটন,নিউপোর্ট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মহসিন আলী মিন্টু,বার্সেলোনা কাতালোনিয়া বিএনপি স্পেনের সাবেক প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এমদাদুল হক লাভলু,পোর্টসমাউৎ বিএনপি নেতা বকসী শামিম,বার্মিংহাম জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ,ওয়েষ্ট মিডল্যান্ডস যুবদলের সাবেক সভাপতি কয়ছর আলী শাহীন,জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) বার্মিংহামের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য রেজাউল ইসলাম বিল্লাহ,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দল বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডসের আহবায়ক রফিকুর রহমান রফু,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দল বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডসের সদস্য সচিব মজনু মিয়া প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও কার্ডিফ বিএনপির সাবেক প্রথম যুগ্ম সম্পাদক জিল্লুল চৌধুরী,ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম শাকিল,ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক নেতা শফিকুল ইসলাম চঞ্চল,ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপি নেতা তাজ উদ্দিন,বুরহান উদ্দিন,বক্্ির মোনায়েম,আব্দুল মোহিত,রুহুল আমিন,তাজ মুরাদ,সাবেক ছাত্রদল নেতা লুটন প্রবাসী কাউসার হোসেন মসিহ,দেলোয়ার হোসেন রনি,কার্ডিফ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশরাফ আলী,কার্ডিফ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাকির জুবের ও মিঠু আলম,কার্ডিফ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মহসিন আলী মিঠু,কার্ডিফ বিএনপি নেতা জোসেফ আহমেদ চৌধুরী,লন্ডনের সেলিব্রেটি শেফ আতিকুল রহমান,লেস্টারের বিএনপি নেতা কমরু মিয়া ও আলিফ উদ্দিন,জাতীয়তাবাদী ছাত্রদল রাজনগর উপজেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি আখমল খান তাজু ও সাবেক যুগ্ম আহবায়ক আশরাফ খান মিজু,বড়লেখার বিএনপি নেতা মোস্তফা মিয়া,মারুফ আহমেদ,কামাল হোসেন ও জাহেদ আহমেদ,বার্মিংহাম যুবদলের শামিম খান,সৈয়দ রহমান রিয়াদ,শিপন আহমেদ,কবির আহমেদ,আহমেদ সুহেল,রাকিব আহমেদ,জুনেদ আহমেদ,মুহিবুর রহমান,আব্দুল মতলিব,মামুনর রশীদ,ওয়ালসলের আবুল কালাম কয়েছ,টিপটনের বিএনপি নেতা ঈদন আলী,বিএনপি নেতা খালেদ নওশাদুর রহমান,আব্দুল আহাদ লোকুছ,ইয়াহিয়া খান,সাদ আলী মিয়া প্রমূখ।