
বাংলা কাগজ নিউজ ডেস্ক : বাংলা কাগজের ইতালী ব্যুরো প্রধান,এনটিভি ইউরোপের ভেনিস প্রতিনিধি, ইতালী তথা ইউরোপের স্বনামধন্য গণমাধ্যমকর্মী নাজমুল হোসেনের পিতা হাজী আব্দুল হক ১৯ জুলাই শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মাগুরার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ ২০ জুলাই রোববার কুলাউড়া উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর মসজিদের কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে বাংলা কাগজের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম ও সেক্রেটারী খসরু খান বাংলা কাগজ পরিবারের পক্ষ থেকে এই শোক ও সমবেদনা জানান। এছাড়া বিঅন টিভি ইউকের পক্ষ থেকেও বিঅন টিভি ইউকের ভেনিস প্রতিনিধি নাসরিন আক্তারের শ্বশুড় হাজী আব্দুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। বিঅন টিভি ইউকের পক্ষে শোক প্রকাশ করেন এর প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন ও হেড অফ প্রোডাকশন্স রিয়াদ আহাদ। এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।