কুলাউড়ায় জেলা প্রশাসকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫ | আপডেট: ৬:৪৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের
কুলাউড়া উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান—কুলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়—পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি এসব প্রতিষ্ঠান ঘুরে শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠগ্রহণের অগ্রগতি ও সামগ্রিক শিক্ষার মান পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষক ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বেশ কয়েকটি নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে—শিক্ষকদের সময়মতো ক্লাসে উপস্থিত থাকা, প্রাথমিক শিক্ষার্থীদের বানান, রিডিং ও উচ্চারণ দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া, ইংরেজি পড়া, লেখা ও বলায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো, শালীন ও অনুকরণীয় পোশাক পরিধান করা, পাঠ্যপুস্তক আকর্ষণীয়ভাবে উপস্থাপন ও বাস্তব উদাহরণসহ পাঠদান, বিদ্যালয় ও শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন রাখা এবং পিছিয়ে থাকা শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন প্রদান।

তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি ও স্নেহপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ও বিদ্যালয়ের সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন ও সংশ্লিষ্ট প্রতিষ্টানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।