কুলাউড়ায় সাংবাদিক সফিকুল হাসান সোহেলের মায়ের ইন্তেকালঃ জানাজা ও দাফন সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও ঢাকায় কর্মরত জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার স্পোর্টস সম্পাদক সফিকুল হাসান সোহেলের মা সুরাইয়া বেগম (৭৮) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের দক্ষিণ মাগুরাস্থ নিজ বাসায় দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় মনসুর শাহী ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ঈদগাহ সংলগ্ন বাদে মনসুর কবরস্হানে দাফন করা হয়।
জানাজায় বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা, জামায়াতে ইসলামী নেতা রাজানুর রহিম ইফতেখার, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিক নাজমুল বারী সোহেল, নাজমুল ইসলাম,তারেক হাসান ও জয়নাল আবেদীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং আত্মীয়স্বজন অংশ নেন।
জানাজায় ইমামতি করেন দক্ষিণ বাজার জামে মসজিদের পেশ ইমাম আশরাফ হোসাইন।
উল্লেখ, মরহুমা সুরাইয়া বেগম কুলাউড়ার অবসরপ্রাপ্ত টেলিগ্রাম মাস্টার মরহুম মতিউর রহমানের সহধর্মিণী। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।