 
                                       স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইয়াকুব তাজুল মহিলা কলেজের ১৬০ জন ছাত্রীকে ডাঃ ননী মিত্র ও দীপ্তি মিত্র বৃত্তি প্রকল্পের আওতায় বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলেজের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিন আহমদ এর সভাপতিত্বে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক খালিক উদ্দিন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট নবাব আলী আব্বাস খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. এম আলাউদ্দিন, প্রবীণ রাজনীতিবিদ ও আমেরিকা প্রবাসী লুৎফুর রহমান চৌধুরী হেলাল, প্রবীণ রাজনীতিবিদ খন্দকার লুৎফুর রহমান, সাবেক চা বাগান ব্যবস্থাপক মানবেন্দ্র কিশোর দেব রায় এবং কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সম্য প্রদীপ ভট্টাচার্য সজল।
এছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, বরমচাল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল হক, কুলাউড়া সরকারি কলেজের সাবেক প্রভাষক সিপার উদ্দিন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং ডাঃ ননী মিত্র ও দীপ্তি মিত্র বৃত্তি প্রকল্পের প্রতিনিধি নির্মাল্য মিত্র সুমন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ দিতে এ ধরনের বৃত্তি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডাঃ ননী মিত্র ও দীপ্তি মিত্রের মানবিক উদ্যোগ আগামী প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তারা।
শেষে কলেজের ১৬০ জন ছাত্রীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন অতিথিরা।
 
		
