সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিওকুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও র্যালি  অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব,মুক্তিযোদ্ধা
এনাম খান,     জারুমিয়া,স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা    কর্মকর্তা এইচ এম        ইশতিয়াক মামুন,     অফিসার
ইনচার্জ আব্দুর  রাজ্জাক , উপজেলা কৃষিসম্প্রসারণ       কর্মকর্তা      আজহার মাহমুদ,উপজেলা         শিক্ষা কর্মকর্তা
দ্বিজেন আচার্য্য,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকবেনু মাধব রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন,উপজেলা যুবলীগের সভাপতি ফারুখ পাঠান,,আন্দিউড়া ইউনিয়নআওয়ামীলীগের  সেক্রেটারি মিজানুর রহমান , প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান  প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিওকুরি শান্তি পদক প্রাপ্তিতে বাঙালি জাতি আজীবন গর্ববোধ করবে।
সামাজ্রাবাদ ও ফ্যাসিবাদী বিরোধিতা এবং মানবতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তিনি এই পুরস্কারে ভুষিত হন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতিযোগিতাদেরকে পুরস্কৃত করা হয়।
 
				 Post Views: ২৭৭