হবিগঞ্জের প্রাচীন নাট্য সংগঠন খোয়াই থিয়েটারের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী। এখানকার সংগঠনগুলোও সেই ঐতিহ্যের পতাকা বহন করছে। হবিগঞ্জের নাট্য আন্দোলনের ঐতিহ্যের ধারাবাহিকতায় খোয়াই থিয়েটার এক উজ্জ্বল নাম। জেলা ও জাতীয় পর্যায়ে নাট্য আন্দোলনে এই সংগঠন রেখে এসেছে গৌরবজনক ভূমিকা। তাই খোয়াই থিয়েটারের ৪২ বছর পূর্তি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা।
বুধবার বিকালে খোয়াই থিয়েটারের ৪৩ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা একথা বলেন।
খোয়াই থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না, বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ জমির আলী, বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও নাট্য সংগঠক অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) আহবায়ক তাহমিনা বেগম গিনি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তবারাক আলী লস্কর, সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের সভাপতি পীযূষ চক্রবর্তী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, নাট্যমেলা হবিগঞ্জের সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, শায়েস্তাগঞ্জ থিয়েটারের দল প্রধান বাবুল মল্লিক, প্রতীক থিয়েটার এর সহ-সভাপতি আমোদ মাল, জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম পাবেল, দেশ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক যোশেফ হাবিব, গ্রাম থিয়েটারের হেমাঙ্গ বিশ্বাস অঞ্চলের সমন্বয়কারী প্রদীপ বোনার্জি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সিদ্দিকী হারুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুকান্ত গোপ।
আলোচনা সভা শেষে খোয়াই থিয়েটারের ৫১ তম প্রযোজনা সুকান্ত গোপ রচিত ও নির্দেশিত নাটক “ভাব তরঙ্গে দীনহীন” মঞ্চস্থ হয়।
নাটকটিতে অভিনয় করেন সন্ধি, সীমা, চৌধুরী তাওহীদ বিন আজাদ, হাসান, তাকদীর, অভিক, অর্পণ, রামকৃষ্ণ, ইয়াসিন, আরিফ ও হাবিব।
এর আগে শোভাযাত্রা ও থিয়েটারের শিশু- কিশোর নাট্য সংগঠন সুন্দরমের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, অর্থ সম্পাদক মো: আব্দুল হামিদ, যুগ্ম সম্দপদক মুক্তাদির হোসেন, দপ্তর সম্পাদক ওসমান গনি রুমি, প্রচার সম্পাদক হ্যাপি ভৌমিক, জুবায়েদ হোসেন, রাজন দাশসহ থিয়েটার নাট্যকর্মীরা।

