জগন্নাথপুরে এমপি প্রার্থী কয়ছর এম আহমেদ এর সাথে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের নেতৃবৃন্দের মতবিনিময়
জগন্নাথপুর প্রতিনিধি ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট মনোনীত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদের সাথে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের কনফারেন্স রুমে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রস্টের অন্যতম ট্রাস্টী সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কয়ছর এম আহমদ। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মহিব চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সেক্রেটারি মুজিবুর রহমান মুজিবের পরিচালনায় বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, সাবেক সহ সভাপতি এম এ কাদির, লন্ডনের সাবেক মেয়র গোলাম মর্তুজা, ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টী মোবারক আলী, মিছবাহুজ্জামান সোহেল, সুজাতুর রেজা, মিজানুর রহমান, ছমির আলী, ট্রাস্টী বকুল আব্দুস সবুর, আওলাদ হোসেন, জয়নাল কোরেশী, জালাল উদ্দিন। মতবিনিময়কালে কয়ছর এম আহমদ বলেছেন আমি এডুকেশন ট্রাস্টের একজন সদস্য। এ ট্রাস্ট দলমতের উর্ধ্বে থেকে এলাকার শিক্ষা ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। ট্রাস্টের প্রায় ২শত ট্রাস্টি রয়েছেন। আপনারা সকল ট্রাস্টি একেক জন কয়ছর হয়ে কাজ করলে ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত। অনেকেই জগন্নাথপুর – শান্তিগঞ্জকে অবহেলিত বলে বক্তব্য দেন, আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ অবহেলিত থাকবেনা। এডুকেশন ট্রাস্টের উন্নয়নে তিনি বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় ট্রাস্টের সদস্য মুজিবুর রহমান মুজিব, সৈয়দ ফখরুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারের প্রধান প্রশিক্ষক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ।

