কুলাউড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩ | আপডেট: ১:১৭:পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজার কুলাউড়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যথাযত মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার
(১৫ আগস্ট) সকাল
৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। এছাড়া
উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্হ্য বিভাগ, বিদুৎ বিভাগ, সাব রেজিস্ট্রার অফিস, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়সহ সরকারি,বেসরকারি প্রতিস্টান, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধানগন পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে সকাল ১০টায় পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
প্রধান অতিথির বক্তব্যে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গঠনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি আরোও বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা, স্মাট বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কৃষি,স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ খাতসহ নানান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

 

 

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলীর পরিচালনায় সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ সকল শহীদানদের বিদেহীর আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. কাজী ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, থানার ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, বীর মুক্তিযোদ্ধা রজব আলী প্রমুখ।

আরও বক্তব্য রাখেন শিশু বক্তা জাবির মাহমুদ, মিথিলা, আলো, ফাতেমা রহমান, আয়েশা সিদ্দিকা, আফসানা আক্তার প্রমুখ।

 

 

 

সভাশেষে উপজেলা ভারপ্রাপ্ত শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাসারের পরিচালনায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জাতীয় শোক দিবসের ওপর উপজেলা শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকরী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজরুল ইসলামের পরিচালনায় যুব উন্নয়ন কার্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ১১ জনের মধ্যে ৪ লাখ ৭০ হাজার টাকার যুব ঋণ ও ৩০ জনের মধ্যে সেলাই প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন। এছাড়া ১৫ ই আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশনের কুলাউড়া উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ আব্দুর রকিব।

ইউএনও মাহমুদুর রহমান খোন্দকার জানান, জাতীয় শোক দিবসের দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো- সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল সাড়ে ৯টায় কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন মসজিদ-উপাসনালয়ে মোনাজাত-প্রার্থনা।