বিশ্বনাথে এক লাখ ৫৫হাজার টাকার পোনা মাছ অবমুক্ত

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩ | আপডেট: ৯:২৮:অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

সিলেট প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে পুকুর ও জলাশয়ে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আওতায় এক লাখ ৫৫হাজার টাকার ৪৪৯ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এরমধ্যে ৪০ভাগ রুই, ৩০ভাগ কাতলা এবং ৩০ ভাগ মৃগেল ও ঘনিয়া জাতের পোনা মাছ রয়েছে।

শনিবার (১৯আগষ্ট) দুপুরে উপজেলার ২টি জলাশয় ও ৩টি প্রাতিষ্ঠানিক পুকুরে ১০ থেকে ১৫ সেন্টিমিটার সাইজের রুই, কাতলা এবং মৃগেল ও ঘনিয়া জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে আনুষ্টনিক উদ্বোধন করেন সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান। এসময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এসিল্যান্ড আসমা জাহান সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, বিশ^নাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, এমপির এপিএস অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আবুল কাশেম, আহমদ আলী হিরণ উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর বলেন, ২০২৩-২৪ অর্থ-বছরের বাজেরটের আওতায় এবছর ২টি জলাশয় ও ৩টি পুকুরে এক লাখ ৫৫হাজার টাকা মূল্যের ৪৪৯ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। যার মধ্যে ৪০ভাগ রুই, ৩০ভাগ কাতলা এবং ৩০ ভাগ মৃগেল ও ঘনিয়া জাতের পোনা মাছ রয়েছে।