জুড়ী থানা পুলিশের বিশেষ চেকপোস্ট সার্বিক আইনশৃঙ্খলা উন্নত হবে, ওসি

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩ | আপডেট: ১১:৩৯:পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

মোঃ ইব্রাহীম আলী, কুলাউড়া :

 

 

মৌলভীবাজারে ৫নং জায়ফরনগর ইউনিয়নের উপজেলা চত্বরে ও পশ্চিম জুড়ী ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার নিউমার্কেটের সম্মুখে জুড়ী থানা পুলিশের বিশেষ চেকপোস্ট বসিয়েছে জুড়ী থানা পুলিশ।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল চেকপোস্ট পরিচালনা করেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর ) সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবানীগঞ্জ বাজারের নিউমার্কেট এর সম্মুখে বিশেষ চেক পোস্ট বসানো হয়৷ সিএনজি, কার, লাইটেস, মোটরসাইকেল সন্দেহজনক মনে হলেই তাকে তল্লাশি করছে পুলিশ।
এসময় চেকপোস্ট অভিযানে ছিলেন এসআই বাদল, এসআই সিরাজুল ইসলাম, এসআই ফরহাদ

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন জুড়ী থানার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে জুড়ী থানা পুলিশ কর্তৃক নিউমার্কেট ও উপজেলা চত্বরে এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়৷ বিভিন্ন ধরনের যানবাহন চেকিং করে সন্দেহজনক ব্যক্তি কে তল্লাশি করা হয়।