জগন্নাথপুরের বিএনপি নেতা সিলেট থেকে গ্রেপ্তার

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩ | আপডেট: ১:১০:অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩

 

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ১০টার দিকে তাকে সিলেটের জালালাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আব্দুস সোবহান জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের আরশ আলী ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সে নাশকতা মামলার এজাহার নামীয় ২৬ নম্বর আসামী। আসামীকে বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ এনে গত ৭ নভেম্বর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান বাদী হয়ে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।