প্রবাসী স্বজনকে বিদায় করতে গিয়ে জগন্নাথপুরের দু’জনের মৃত্যুর পর চিকিৎসাধীন আরেক যুবকের মৃত্যু
জগন্নাথপুর প্রতিনিধি:
প্রবাসী স্বজনকে বিদায় জানাতে গিয়ে সড়ক দুঘর্টনায় দুইজনের মৃত্যুর পর আহত ইব্রাহীম মিয়া (২৫) নামে আরেক যুবক মারা গেছে। টানা ৪৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল সোমবার বিকেলে ইব্রাহীম সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের শেওড়া গ্রামের সাবেক ইউপি সদস্য নোমান মিয়ার ছেলে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় জানাজা নামাজ শেষে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
জানা যায়, ২৫ নভেম্বর ইব্রাহীম একটি প্রাইভেট কারযোগে শেওড়া গ্রামে থেকে তাঁর মামাতো ভাই সৌদি প্রবাসী মাওলানা সাইফুল রহমানসহ স্বজনদের নিয়ে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ান হন। ওই দিন তাঁর মামাত ভাই সাইফুল রহমানের সৌদি আবর যাওয়ার কথা। তাই বিদায় জানাতে তাঁরা প্রবাসীর সঙ্গে যান। পথেই মধ্যে সিলেটের এয়ারপোর্ট রোডে দ্রুতগতির একটি ট্রাক তাদের প্রাইভেট কারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে কারে থাকা ছোট শেওড়া গ্রামের বকুল মিয়ার ছেলে মাহফুজ রহমান (২২) প্রাণ হারান। এঘটনায় গুরুত্বর আহত হন সৌদি প্রবাসী মাওলানা সাইফুল রহমান (৩০), সালমান মিয়া (২০), কার চালক কুড়িহাল গ্রামের নাছির মিয়া (২৬) ও ইব্রাহীম মিয়া (২৫)। তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে ঘটনার এক সপ্তাহ পর কার চালক জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরের কুড়িহাল গ্রামের নাসির মিয়া মারা যান। এঘটনার ৪৯ দিন পর চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার বিকেলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইব্রাহীম মিয়া। অপর আহত সৌদিপ্রবাসী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি এখন হুইল চেয়ার ব্যবহার করেই চলাফেরা করছেন। অপর আহত সালমান সর্ম্পূন্ন সুস্থ রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইব্রাহীমের আত্মীয় শেওরা গ্রামের আলী আহমদ জানান, ঘটনার ৪৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহীম মারা গেছে। নিহত ইব্রাহীম সর্ম্পকে আমার ভাতিজা। এরআগে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য আলী হায়দার জানান, সৌদি প্রবাসীকে বিদেশে বিদায় জানাতে গিয়ে একটি দূর্ঘটনায় গাড়িতে থাকা ৫ জনের মধ্যে ৩ জনই মারা গেছেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নেব।

