জগন্নাথপুরে ২৭ হাজার টাকার গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪ | আপডেট: ১:০৬:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ সাজু মিয়া (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে রোববার রাতে উপজেলার পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও গ্রামের এক ভাড়া বাসা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

সাজু মিয়া জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (আশিঘর) এলাকার আবারক উল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শামছুল আরেফীন বলেন, সাজু মিয়া দীর্ঘ দিন ধরে গাঁজা বিক্রি করে আসছিলেন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার ভাড়া বাসায় অভিযানকালে সে গাঁজা ভর্তি পলিথিনের ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাজু মিয়াকে এক কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় ২৭ হাজার টাকা।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, মাদক ব্যবসায়ী সাজু মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। গতকাল আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।