জগন্নাথপুরে দুর্বত্তরদের আগুনে পুড়লো মাজার

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ | আপডেট: ১২:২৫:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৪

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্বৃত্তের আগুনে একটি মাজারের গিলাফসহ বেশকিছু জিনিসপত্র পুড়ে যাওয়া ঘটনা ঘটেছে।

গত সোমবার সন্ধ্যায় উপজেলার আশারকান্দি ইউনিয়নের হলিমপুর গ্রামের শাহ কবির শাহের মাজারে এ ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের শান্ত থাকার জন্য অনুরোধ করেন।

ওই মাজারের খাদিম ফজলুল হক কবিরী জানান, মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সুযোগে দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে মাজারের গিলাফসহ বেশকিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে। মাজারটি পুড়িয়ে দিতেই বিপক্ষের লোকজন এ আগুন দিয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ওই এলাকায় মাজারের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে মামলামকদ্দমা চলছে। ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।