মসজিদের অজুখানা নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৪ | আপডেট: ১২:৩৬:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৪

জগন্নাথপুর প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদের অজুখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এরমধ্যে একজনকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সকালে জগন্নাথপুর পৌরসভার হরিহরপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে হরিহরপুর জামে মসজিদের অজুখানা নির্মাণকে কেন্দ্র করে ওই এলাকার আব্দুল কাদির ও মুহিত মিয়া মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তরিকুল ইসলামকে (৩০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।