কুলাউড়ায় ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতাদ্বয় ইয়াকুব আলী ও তাজুল ইসলাম এবং প্রয়াত অধ্যক্ষ আব্দুর রউফ এর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৪ | আপডেট: ১১:৫৫:অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৪

কুলাউড়ায় ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতাদ্বয় আলহাজ্ব মোঃ ইয়াকুব আলী ও আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম এবং প্রয়াত অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ০৬ মার্চ বুধবার কলেজের
উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ খালিক উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা অংশ নেন গভর্নিং বডির অন্যতম সদস্য কুলাউড়া সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য।

 

বিশেষ অতিথির আলোচনায় অংশ নেন হিসাববিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক শাহ গিয়াস উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক শিরিন বেগম, সহকারী অধ্যাপক সুজাতা সরকার, বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-আমীন চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোঃ মোছলেহ উদ্দিন, জীববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক সত্যজিৎ ভট্টাচার্য্য, ইংরেজি বিভাগের প্রধান প্রভাষক মোঃ আব্দুল বাকী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন গ্রন্থাগার প্রভাষক মাওলানা মোঃ মুহিবুর রহমান।