কুলাউড়া উপজেলার পেকুরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৪ | আপডেট: ৭:২৪:অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৪

কুলাউড়া উপজেলার পেকুরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৬ মার্চ বুধবার কাদিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১১২ ভোটারের মধ্যে সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো: আব্দুর রকিব, চেয়ার প্রতীক নিয়ে ৪৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন শাকিল হোসেন। সহ-সভাপতি পদে বই প্রতীক নিয়ে ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান লিয়াকত। হারিকেন প্রতীক নিয়ে আব্দুল মন্নান ৩১ ভোট, দোয়াত-কলম প্রতীক নিয়ে ছালাম মিয়া ২৪ ভোট ও হাতপাখা প্রতীক নিয়ে ৬ ভোট পেয়ে কাজল মিয়া পরাজিত হয়েছেন।

সাধারন সম্পাদক পদে মো: আব্দুল হাকিম মোটর সাইকেল প্রতীক নিয়ে ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী মো: এনামুল হক আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ-সাধারন সম্পাদক পদে মাছ প্রতীক নিয়ে ৬২ ভোট পেয়ে মো: নুরুজ্জামান জসিম বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী এলিট উদ্দিন রুমন টিউবয়েল প্রতীক নিয়ে ৪৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অর্থ-সম্পাদক পদে আব্দুল আজিজ তালা প্রতীক নিয়ে ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন্ অপর প্রার্থী সুরঞ্জিত দেবনাথ হরিণ প্রতীক নিয়ে ২৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে ঝন্টু বিশ্বাস গোলাপ ফুল প্রতীক নিয়ে ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী এনায়েত হোসেন খেজুর গাছ প্রতীক নিয়ে ৪৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

প্রচার সম্পাদক পদে জয়নাল আবেদীন মাইক প্রতীক নিয়ে ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী এবাদুর রহমান কলম প্রতীক নিয়ে ৪৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে খালেদ আহমদ ফুটবল প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী তায়েফ খান ব্যাডমিন্টন প্রতীক নিয়ে ২৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সদস্য পদে কাঞ্চন চন্দ্র চন্দ মোমবাতি প্রতীক নিয়ে ৭৮ ভোট, সুবনয় বিশ্বাস কবুতর প্রতীক নিয়ে ৭৫ ভোট, সৈয়দ নুর আমীন প্রজাপতি প্রতীক নিয়ে ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী মো: মুকুল মিয়া জগ প্রতীক নিয়ে ৪৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

উল্লেখ্য, উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান। প্রিসাইডিং অফিসার ছিলেন কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফখরুল ইসলাম। আইনশৃংখলার দায়িত্বে ছিলেন কুলাউড়া থানার এস আই তপন দেব।