বাজার পাহারা দিতে গিয়ে নৈশপ্রহরী নিখোঁজ

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৪ | আপডেট: ১১:১৪:পূর্বাহ্ণ, মে ৭, ২০২৪

আলী আহমদ , জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাজার পাহারার কাজ করতে গিয়ে আফতর আলী (৫৬) নামের এক নৈশপ্রহরী দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজের ঘটনায় গত রোববার রাতে ওই নৈশপ্রহরীর স্ত্রী ছায়ারুন বেগম জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আফতর আলী উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় গত শনিবার রাতে সাদিপুর বাজার পাহারাদারের কাজ আসেন নৈশপ্রহরী আফতর আলী। পরদিন ভোরে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি আর বাড়ি ফিরে যাননি। পরে ওই নৈশপ্রহরীর স্ত্রী-সন্তান সাদিপুর বাজারে তাঁকে খুঁজতে এসে তাঁর বসার স্থানে জুতা, টর্চলাইটের কাভার ও গায়ের জ্যাকেটটি পান।

ওই নৈশপ্রহরীর ছেলে রবিক আলী বলেন, আমার বাবার সাথে কারো কোন শত্রুতা নেই। তবে কয়েকদিন আগে আমার বাবা যে বাজার পাহারা দিতেন ওই বাজারে চুরির ঘটনা ঘটে। কারা চুরি করেছে তা আমার বাবা জানতেন।

কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন বলের, আফতর আলী দীর্ঘ দিন ধরে ওই বাজারে সততার সহিত নৈশপ্রহরীর কাজ করে আসছে। সে খুবই ভালো একজন মানুষ কারো সাথে কোন দুষমনি নাই। তাঁর নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিখোঁজের বিষয়ে জিডি হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই নৈশপ্রহরীর সন্ধান খুঁজে পেতে পুলিশ কাজ করছে।