কুলাউড়ায় পল্লী কর্ম সংস্হান ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসূচী শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের (RERMP-3) সার্টিফিকেট ও সঞ্চয় প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরন

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪ | আপডেট: ৭:৫১:অপরাহ্ণ, মে ৩০, ২০২৪

 

স্টাফ রিপোর্টার:

 

কুলাউড়ায় পল্লী কর্ম সংস্হান ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসূচী শীর্ষক প্রকল্পের আওতায় নারী কর্মীদের (RERMP-3) সার্টিফিকেট ও সঞ্চয় টাকার চেক বিতরন করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান শাহেদ।
কুলাউড়া উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলইজিইডি)র আয়োজনে প্রকৌশলী তারেক বিন ইসলাম এর সভাপতিত্বে
৩০ মে বৃহস্পতবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার ১৩ টি ইউনিয়নে মোট ১৩০জন নারী সদস্যদের তিন বছরের সঞ্চয়ী জন প্রতি প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। মোট টাকার চেক প্রায় ১ কোট ৫৬ লাখ টাকার চেক বিতরন করা হয়।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ জসিম উদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ।
অনুষ্টানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান শাহেদ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপজেলার ১৩ টি ইউনিয়নের ১৩০ জন সদস্যাদের মধ্যে জন প্রতি প্রায় ১ লক্ষ ২০ হাজার ব্যাংক চেকের মাধ্যমে বিতরণ করা হয়।