কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজে কবি নজরুলের ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২৪ | আপডেট: ৭:৩৮:অপরাহ্ণ, জুন ৩, ২০২৪

স্টাফ রিপোটারঃ মৌলভীবাজারের
কুলাউড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
সোমবার (০৩জুন) দুপুরে কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের আয়োজনে ও বাঁশরি নজরুল চর্চা কেন্দ্রে কুলাউড়ার সহযোগিতায় কলেজ মিলনায়তনে, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ও আলোচক হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, নজরুল গবেষক জাহানারা খাতুন। প্রধান অতিথির বক্তব্যে জাহানারা খাতুন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের কবির সাহিত্যকর্ম থেকে জ্ঞান অর্জনের পরামর্শ দেন।

কুলাউড়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ মশিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংলা আধুনিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোঃ আতাউর রহমান, কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মুক্তিযোদ্ধা সুশীল সেন গুপ্ত, ইয়াকুব- তাজুল মহিলা ডিগ্রী কলেজের গভনিং বডির সদস্য, কুলাউড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম,
নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, প্রভাষক মো. জমসেদ খান, প্রভাষক আব্দুল বাকী, লক্ষিপুর মিশন উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক সুধীর গর্মেজ, বাঁশরি নজরুল চর্চা কেন্দ্র কুলাউড়ার প্রশিক্ষক বাবুল চন্দ্র দাস, বন্ধু ফাউন্ডেশনের মশিউর রহমান প্রমুখ।
এছাড়া অনুষ্টানে বক্তব্য রাখেন ছাএলীগ নেতা মোঃ মাহফুজুর রহমান ও মোঃ রিমন বকস, ছাএদল নেতা সাইফুল ইসলাম।

অনুষ্টানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিযে শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ,শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
আলোচনা সভা শেষে নজরুলকে ঘিরে এক সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।