কুলাউড়ায় সিলেট- ঢাকা ও সিলেট কক্সবাজার রুটে ২টি নতুন ট্রেন, রেললাইন সংস্কারসহ ৮ দফা দাবি নিয়ে মানববন্দন অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫ | আপডেট: ৭:০০:অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় সর্বস্হরের ট্রেন যাএীদের উদ্দোগে ৮ দফা দাবি নিয়ে কুলাউড়া জংশন ষ্টেশনে ০৯ আগষ্ট দুপুরে এক মানববন্দন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সর্বস্তরের ট্রেন যাত্রী আন্দোলনের সমন্নয়ক সাংবাদিক আজিজুল ইসলামের সভাপতিত্বে ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সমন্নয়ক আতিকুর রহমান আখই এবং ব্যবসায়ী ইসলাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় ট্রেন যাত্রীদের ৮ দফা দাবি হলো- সিলেট- ঢাকা, সিলেট- কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া- সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইনে উন্নীতকরণ, আখাউড়া- সিলেট সেকশনে অন্ত:ত একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া- সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালুকরণ, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্ধকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট- ঢাকাগামী আন্ত:নগর কালনী ও পারাবত ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রা বিরতী প্রত্যাহার।

 

 

 

সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা। যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি এড.নবাব আলী আব্বাস খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড.এ এন এম আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, এডভোকেট আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়ব, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, সাংবাদিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ ও নাজমুল বারী সুহেল, ব্যবসায়ী সেলুর রহমান, বদরুল হোসেন, এনামুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সম্পাদক কামরুল ইসলাম, তানভীর আহমদ, ছাতাপীর স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুম, ছাত্র ইউনিয়ন নেতা ফয়জুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি শামীম আহমদ, আব্দুল মজিদ, ছাইম আহমদ লিংকন, ব্যবসায়ী মাসুক আহমদ। বক্তরা বলেন, রেলওয়ের এই দাবি গোটা সিলেট বিভাগের। আমরা কুলাউড়া থেকে এই আন্দোলন কর্মসূচি শুরু করছি। পর্যায়ক্রমে সকল জেলায় এই আন্দোলন কর্মসূচির বিস্তৃতি লাভ করবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।