কুলাউড়ায় সিপিবি’র ১৫ তম উপজেলা সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫ | আপডেট: ৯:৩০:অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)’র কুলাউড়া উপজেলা কমিটির ১৫ তম সম্মেলন অনুষ্ঠিত হয়।

০৯ আগস্ট দুপুরে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান। সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহবুব করিম ও যুগ্ন সম্পাদক সুমন মিএের যৌথ সঞ্চালনায়ে সম্মেলেন বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা সিপিবির ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট মাসুক মিয়া, জেলা যুব ইউনিয়নের সাধারন সম্পাদক এডভোকেট আবু রেজা সিদ্দিকী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু তাহের, কৃপাময়শীল, আরব আলী, ফজলুল হক,ফেরদৌস খান প্রমুখ।
পরে উপস্হিত সকল সদস্যদের সম্মতিতে কমরেড মো:আব্দুল লতিফকে সভাপতি, মাহবুব করিম মিন্টুকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট সিপিবির কুলাউড়া উপজেলা কমিটি ঘোষনা করা হয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।