
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। ১২ আগষ্ট রোজ মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, র্যালিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সভাপতির বক্তব্য প্রধান অতিথি ইউএনও বলেন, দক্ষ যুবকরা প্রযুক্তি নির্ভর যুব শক্তি হিসেবে বাংলাদেশ গড়বে। বিশেষ করে কম্পিউটার, ড্রাইভিংসহ পুযুক্তির মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি ও দক্ষ যুব সমৃদ্ধ মানব সম্পদে যুব সমাজের বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রানেস বর্মা, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিএ কর্মকার, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ প্রমুখ।
যুব সংগঠক ও প্রশিক্ষক এন আই দুদু এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আপেল মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেলথ অর্গান যুব সহায়তা ক্লাবের সভাপতি ডাঃ আহমদ ফারুকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মোঃ নাহিদ আহমদ, প্রশিক্ষক শাহেদা বেগম, শ্রীপুর রক্তদান যুব সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাসার, যুব উন্নয়নের সফল আত্মকর্মী আবু সামাদ সুজেল, জুলাই ২৪ আন্দোলনের নেতা মোঃ জাহিদুল ইসলাম ফেরদৌস, রেনটিলা খাসি যুব সংঘ সিগুর সভাপতি রুবেল তাং সাং প্রমুখ।