কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫ | আপডেট: ১১:৫৩:অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫

কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে।১৩ আগষ্ট, ২৫ বুধবার বিকেলে কাদিপুর ইউনিয়ন কমপ্লেক্সে
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন নেতাকর্মীরা আজকের সম্মলনের মাধ্যমে বিএনপিকে আরো শক্তিশালি করতে হবে।যাতে আগামী নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিজয় লাভ করতে পারি।

প্রধান বক্তা ছিলেন বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় এবং কুলাউড়ার গণমানুষের নেতা, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এড আবেদ রাজা। তিনি বলেন ২০১৮ সালের নির্বাচনকালীন পুলিশী নির্যাতনে মৃত্যুবরণকারী এলাকার শহীদ গোলাম মোস্তফা, সদর ইউনিয়নের শাহিন চৌধুরী ও চেরাগ মেম্বারকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি আরোও বলেন কাদিপুরের মাটি বিএনপির ঘাটি থেকে উপজেলা বিএনপি কে আরো বেগমান করে দলকে এগিয়ে নিতে হবে।

সম্মেলন উদ্ভোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান। বক্তব্য রাখেন বিএনপি নেতা শওকতুল ইসলাম শকু, জয়নাল আবেদিন বাচ্চু, ডঃ সাইফুল আলম চৌধুরী, উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান ও আব্দুল জলিল জামাল এবং সমন্বয়কারী বদরুজ্জামান সজল প্রমুখ।

কাউন্সিলে সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন। সভাপতি মুক্তার আহমদ, সাধারন সম্পাদক শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ।