নামাজে যাওয়ার সময় ট্রেন দু/র্ঘট/নায় প্রবাসী সেলিমের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫ | আপডেট: ১০:১৯:অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫

ট্রেনে কাটা পড়ে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সেলিম মিয়া (৪৭) নামে এব ব্যক্তির মর্মান্তি ক মৃত্যু ঘটেছে। নিহত সেলিম ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মরহুম আব্দুল হামিদ (চান মিয়া) ৪র্থ ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সেলিম ১৭ আগস্ট রোববার বিকেলে মাইজগাঁও ইউনিয়নের কায়স্থগ্রাম নিজ বাসা থেকে নামাজের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রেললাইন দিয়ে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেঁড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা ট্রেনের নিচে তিনি কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। সেলিম দীর্ঘদিন থেকে ওই জায়গায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। তার লাশ বর্তমানে ব্রাহ্মণবাজার রাজাপুর গ্রামে নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় কবর স্থানে দাফন সম্পন্ন হবে।।