কুলাউড়ায় বৃহত্তর জয়পাশা শান্তি ও শৃঙ্খলা কমিটির আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৫ | আপডেট: ৭:০১:অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৫

কুলাউড়া প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়ায় জয়পাশা কেপাতিয়া মাদ্রাসা মাঠে বৃহত্তর জয়পাশা শান্তি ও শৃঙ্খলা কমিটির আয়োজনে সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগষ্ট শুক্রবার বেলা সাড়ে ৩টায় মধ্য জয়পাশা মসজিদের সাবেক সভাপতি মোঃ আজিজুর রহমান নিয়াজি লাল মিয়ার সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর মোঃ জহিরুল ইসলাম খসরুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও বৃহত্তর জয়পাশা গ্রামবাসির নিরাপত্তা ও সুন্দর সমাজ গঠনে নিশ্চিতকরণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক দির্কনির্দেশনা বক্তব্য তিনি, বুহত্তর জয়পাশা ও স্থানীয় জনসাধারণ পুলিশ প্রশাসনের সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং আধুনিক সমাজ গঠনে সকলকে সহযোগিতার আহ্বান জানান। তিনি আগামীতে জয়পাশাসহ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নবগঠিত বৃহত্তর জয়পাশা শান্তি ও শৃঙ্খলা কমিটি জনসেবা মূলক কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতই, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা হারুনুর রশীদ, বিএনপি নেতা শেখ আলী আজন, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক এম আতিকুর রহমান আখই, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা অহিদ বখশ মান্না, মাওলানা ইমরান আহমদ, নাছির আহমদ, বিএনপি নেতা মোঃ মছব্বির আলী বাদশা নিয়াজী, বিএনপি নেতা আনসার আলী, জাপা নেতা শেখ আশরাফ উদ্দিন হিরো, বিএনপির নেতা শামীম আহমদ, মুরব্বি মোঃ কুতুব আলী, ছাএনেতা মাসুদ রানা প্রমুখ।

এছাড়া সভায় বৃহত্তর জয়পাশা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার পূর্বে এলাকাবাসীর সর্বসম্মতিতে
এম অহিদ বখশ মান্নাকে সভাপতি, মাওলানা ইমরান আহমদ ও নাছির আহমদকে সহ- সভাপতি এবং মাসুদ রানাকে সাধার সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট বৃহত্তর জয়পাশা শান্তি ও শৃঙ্খলা কমিটি গঠন করা হয়।