কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীর মৃত্যু।

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫ | আপডেট: ১২:২৬:পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ঘুমন্ত অবস্থায় রুহুল আমিন (১৯)নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রুহল আমিন উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের বাসিন্দা মোঃ আশিক মিয়ার ছেলে ও লংলা আধুনিক ডিগ্রী কলেজ থেকে এবার ২০২৫ সালে এইচ এস সি পরীক্ষা দিয়েছিলো। জানাযায়, ২৯ আগস্ট রুহুল প্রতিদিনের মতো রাতে ঘুমিয়েছিলো ঘুম থেকে না উঠায় পরদিন ৩০ আগষ্ঠ শনিবার সকাল ১০ টার দিকে পরিবারের সদস্যরা ডাকতে গেলে তার সারা শব্দ না পাওয়াতে তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা দেন। ধারনা করা হচ্ছে ঘুমের মধ্যে স্ট্রোক করে কোন এ সময় মারা গেছে।

 

তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রুহল আমিনের সম্পর্কে দাদা কুলাউড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের প্রধান সহকারি মোঃ আলমাসুর রহমান।