
সুনামগঞ্জ ব্যুরো প্রধান:
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, দেশের প্রতিটি জেলায় বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। জেলাগুলো এক বা একাধিক প্রেসক্লাব রয়েছে। এমনকি কোন কোন জেলায় ৬ থেকে ৭টিরও অধিক প্রেসক্লাব রয়েছে। তিনি বলেন, বিভাজন করে কোন লাভ হয় না। আপনারা ঐক্যবদ্ধ হোন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলে ১৫ সদস্যের মধ্যে সাংবাদিকদের প্রতিনিধি রয়েছে ৯ জন।
তিনি বলেন, মূলধারা সাংবাদিকরাই পারেন অপসাংবাদিকতা রোধ করতে ভূমিকা রাখতে পারেন। মূলধারা সাংবাদিকরা যখন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, তখন অপসাংবাদিকতা সমাজে স্থান পাবে না। আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বাংলাদেশ প্রেস কউন্সিল উৎসাহিত করে।
অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের কিছু আইনের বর্ণনা করে তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্য তথ্য অধিকারে একটি শক্তিশালী আইন রয়েছে। তথ্য অধিকারের আইনগুলো আপনারা দেখবেন। তথ্য অধিকার আইনে কোন প্রতিষ্ঠান থেকে তথ্য না পেলে আপনারা তথ্য অধিকারে আবেদন করলে তার সুফল অবশ্যই পাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, প্রেস কাউন্সিলরে সচিব মো. আব্দুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, সুনামগঞ্জজ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, খলিল রহমান প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশ গ্রহনকারিদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।