
কুলাউড়া প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ সেপ্টেম্বর কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে তৃণমূল ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে সম্মেলন শেষে বিকেলে ভোট গ্রহণ শুরু হয়।
কাউন্সিলে ৪৯৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন জয়নাল আবেদীন বাচ্চু।
নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকতুল ইসলাম শকু পেয়েছেন ৪২৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৩৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বদরুজ্জামান সজল। এই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমদ চৌধুরী পেয়েছেন ৩২৯ ভোট । সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল জামাল। তার প্রাপ্ত ভোট ৩৬০। নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান মনির পেয়েছেন ৩৪৮ ভোট। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কমর উদ্দিন আহমদ কমরু। নিকটতম প্রতিদ্বন্দ্বী মইনুল হক বকুল ৩৩৮ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মুক্তাদির মনু। তিনি পেয়েছেন ৩২৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপার আহমদ পেয়েছেন ২৫৩ ভোট। সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রেদোয়ান খান।