১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন তারেক রহমান

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫ | আপডেট: ১:১৪:অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫

দীর্ঘ দেড় যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্বদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৯ মিনিটে লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ও তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা করল। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ।

জনসমুদ্রে রূপান্তর: বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান বুলেটপ্রুফ গাড়িযোগে পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) সংলগ্ন সংবর্ধনাস্থলে রওনা হন। প্রিয় নেতাকে একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ নেতা-কর্মীর ভিড়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। সেখান থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর অসুস্থ মাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।