কুলাউড়ার লংলা রেল স্টেশনে বিশাল মানববন্ধনে বক্তরা ২৭ সেপ্টেম্বর কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অবস্থান ধর্মঘট

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫ | আপডেট: ৮:১৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা রেলস্টেশনে ২০ সেপ্টেম্বর শনিবার এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চলমান আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

রাতগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক তাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, ৮ দফা দাবি আন্দোলনের প্রধান সমন্বয়ক সাংবাদিক আজিজুল ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তাদির মনু, ইউপি সদস্য গোলাপ মিয়া, পরিবহন শ্রমিক নেতা ইসলাম উদ্দিন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা সালামত খান, সাংবাদিক নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল ও মহি উদ্দিন রিপন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আলমাস পারভেজ তালুকদার, ছাতা পীর স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচডি রুবেল প্রমুখ।

সভায় বক্তারা বলেন আড়াই মাস থেকে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এই আন্দোলনে কোন ধরনের প্রতিকার না করায় আমরা কঠোর আন্দোলন কর্মসূচির দিকে এগোচ্ছি। সেই কর্মসূচির অংশ হিসাবে আগামী ২৭ সেপ্টেম্বর কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অবস্থান ধর্মঘট পালন করা হবে।

বক্তারা আরো বলেন, সিলেট বিভাগের রেললাইন সবচেয়ে বেশি অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। সারা দেশের তুলনায় সিলেট বিভাগ উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। অথচ রেল বিভাগ আয়ের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ যদি কার্যকর উন্নয়নের উদ্যোগ গ্রহণ না করেন শুধু অবস্থান ধর্মঘট নয় গোটা সিলেট জুড়ে রেল অবরোধের ডাক দেয়া হবে।

উল্লেখ্য ইতোমধ্যে কুলাউড়া জংশন স্টেশনসহ বিভিন্ন বন্ধ রেলস্টেশনে, সিলেট রেলস্টেশন এবং শ্রীমঙ্গল রেল স্টেশনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।