কুলাউড়া থানায় নতুন তদন্ত ওসি হিসেবে যোগদান করেছেন শামীম আকনজি

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫ | আপডেট: ৮:১৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া থানায় নতুন তদন্ত ওসি হিসেবে যোগদান করেছেন শামীম আকনজি। এর আগে তিনি কমলগঞ্জ থানায় একই পদে দায়িত্ব পালন করেছেন।

১৯ সেপ্টম্বর শুক্রবার তিনি কুলাউড়া থানার দায়িত্বভার গ্রহণ করেন।

উল্লেখ্য, তিনি ২০১৬ সালে কুলাউড়া থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবেও কর্মরত ছিলেন।
যোগদানের পর শামীম আকনজি কুলাউড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন। তিনি আশা করছেন সবার সম্মিলিত প্রচেষ্টায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে।