কুলাউড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫ | আপডেট: ৬:২৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, সেনাবাহিনীর বড়লেখা ক্যাম্পের ক্যাপ্টেন মেসবা, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকনজি, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সুশীল সেনগুপ্ত, সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, সাবেক সহকারী অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুক্তাদির হোসেন, পূজা উদযাপন পরিষদের সাবেক নেতা নির্মাল্য মিত্র সুমন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিধান দেব, সদস্য সচিব গৌরাঙ্গ দে, জেলা এনসিপি নেতা লিংকন তালুকদার, মৌলভীবাজার ওয়ারিয়স অব জুলাইয়ের সদস্য সচিব জাহিদুল ইসলাম প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক আজিজুল ইসলাম, নাজমুল বারী সোহেলসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি অটুট রেখে সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করা হবে। সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ইউএনও তার বক্তব্যে জানান, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য ইউনিয়ন পর্যায়ে সভা হয়েছে। নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কুলাউড়ায় সেনা ক্যাম্পও থাকবে। সব পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।