নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু না হলে জুলাই যোদ্ধাদের আত্মা শান্তি পাবে না: মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫ | আপডেট: ৯:৫২:অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫

মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, সামনে ঐতিহাসিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে জাতীয় কর্মযজ্ঞ শুরু হয়েছে। এবার নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু না হলে জুলাই যোদ্ধাদের আত্মা শান্তি পাবে না তিনি ০৭ ডিসেম্বর বিকেলে কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীসমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি আরোও বলেন আগামীর জন্য তরুনরাই দেশের জন্য তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে হবে। বক্তাদের দাবির পরিপেক্ষিতে কুলাউড়ার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্টানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা বক্তব্য রাখেন।