৫৬ বছরের পুরনো মৌলভীবাজারের কুলাউড়ার ঐতিহ্যবাহী কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী (আগামী ১০ জানুয়ারি) উপলক্ষে বিশাল আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে নানা বয়সী বিভিন্ন শ্রেণিপেশায় প্রতিষ্ঠিত সাবেক শিক্ষার্থীদের সাথে কলেজের বর্তমান শিক্ষার্থীরাও সামিল হন এবং নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সকাল ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ র্যালীটি শুরু হয়ে কুলাউড়া শহর প্রদক্ষিণ করে শহরের ডাকবাংলো মাঠে গিয়ে শেষ হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খানের সভাপতিত্বে ও অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব সুফিয়ান আহমদের সঞ্চালনায় র্যালী ও আলোচনা সভায় অংশ নেন কলেজের প্রাক্তণ শিক্ষার্থী শওকতুল ইসলাম শকু, খন্দকার আব্দুস সোবহান, কৃপাময় চন্দ্র শীল, জয়নাল আবেদীন বাচ্চু, ফজলুল হক ফজলু, মো. জাকির হোসেন, সিপার উদ্দিন আহমদ, বদরুজ্জামান সজল, খালেদ পারভেজ বখ্শ, রেদওয়ান খান, মইনুল ইসলাম শামীম, একেএম শাহজালাল, মো. আব্দুল বাকী, লুৎফুর রহমান, মশিউর রহমান, জিল্লুর রহমান রওশন, হেমন্ত চন্দ পাল, নির্মাল্য মিত্র সুমন, শামীম আহমদ, ফেরদৌস খান, রেহান উদ্দিন আহমদ, নাসির জামান খান জাকি, নুরুল ইসলাম বাবলা, আব্দুল কাইয়ুম মিন্টু, রানা মজুমদার, আব্দুল মুনিম হাসান, এনাম উদ্দিন, ময়নুল হক পবন, রাহাত তাজুল, আব্দুস সামাদ আজাদ চঞ্চল, কামরুল হাসান, নুরুল ইসলাম ইমন, সোমা দেব, মৌসুমী রায়, তাহমিনা আক্তার শিউলী, একেএম জাবের, নাজমুল বারী সোহেল, সিরাজুল আলম জুবেল, মাহফুজ শাকিল, খালেদ খান, সাজুল ইসলাম, সাইফুর রহমান, মৌসুম সরকার, আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ, আশরাফুল ইসলাম জুয়েল, ইব্রাহিম মাহমুদ, শেখ বদরুল ইসলাম রানা, আফজাল হোসেন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক জসিম চৌধুরী, মহি উদ্দিন রিপন, ময়জুল ইসলাম, সৈয়দ মিসবাহ, মোহাম্মদ হোসাইন, মাহফুজ আহমেদ প্রমুখ।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কুলাউড়া সরকারি কলেজ ৫৬ বছর পূর্ণ করেছে। কলেজের ৫৬ বছর পূর্তিতে পুনর্মিলনীর বর্ণাঢ্য উৎসব আগামী ১০ জানুয়ারী কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফল করতে উদযাপন পরিষদের পক্ষ থেকে নানা আয়োজন ও প্রস্তুতি এগিয়ে চলছে। অনুষ্ঠানসূচির মধ্যে ১০ জানুয়ারি শনিবার সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় ও দেশাত্ববোধক সংগীত পরিবেশন করা হবে। সকাল দশটায় আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা, সাড়ে দশটায় প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের মাগফিরাত কামনায় শোক প্রস্তাব ও দোয়া, দশটা চল্লিশে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, দুপুর আড়াইটায় কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা, বিকেল ৩টায় কলেজের অধ্যক্ষ ও অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খানকে অবসরজনিত মানপত্র ও স্মারক প্রদান, তিনটা ও চারটায় প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে পাঁচটায় অ্যাসোসিয়েশনের উপদেষ্ঠা, কার্যনির্বাহী কমিটি, প্রস্তুতি কমিটি, উপকমিটি পরিচিতি ও ফটোসেশন হবে। সন্ধ্যা ছয়টায় কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা হবে। সন্ধ্যার পর কনসার্টে গান পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড দল এ্যাসেজ (জুনায়েদ ইভান) ও স্মরুপ। এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের মাঝে শুভেচ্ছা স্মারক (টি শার্ট, ক্যাপ, ম্যাগাজিন ও আপ্যায়ন) প্রদান করা হবে। অনুষ্ঠান সফল করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কলেজের স্কাউট, রোভার স্কাউট, স্বেচ্ছাসেবী, পুনর্মিলনী বাস্তবায়নের বিভিন্ন উপ-কমিটির সুশৃঙ্খলভাবে উক্ত অনুষ্ঠানের সফল সমাপ্তি হবে বলে আশাবাদী উদযাপন পরিষদের সদস্য সচিব সুফিয়ান আহমেদ।
কলেজের অধ্যক্ষ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মুহম্মদ আলাউদ্দিন খান বলেন, ‘এই পুনর্মিলনীর মাধ্যমে কুলাউড়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থীরা কলেজের উন্নয়ন, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি সমাজের উন্নয়নে অবদান রাখতে চায়। পুনর্মিলনী থেকে অর্থ সাশ্রয় করে আমরা একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছি। পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সবার মতামতের ভিত্তিতে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

