পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৫৬

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২২ | আপডেট: ১:০৯:পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২২

পাকিস্তানের পেশওয়ারের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯০ জন। শুক্রবার কোচা রিসালদার এলাকায় এ ঘটনা ঘটেছে।

ক্যাপিটাল সিটির পুলিশ কর্মকর্তা পেশওয়ার ইজাজ আহসান জানান, নিহতদের মধ্যে এক পুলিশ সদস্য রয়েছে।

লেডি রিডিং হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আসিম খান জানান, হাসপাতালে এ পর্যন্ত ৫৬টি মৃতদেহ আনা হয়েছে।

পুলিশ কর্মকর্তা ইজাজ জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, নগরীর কিসা খাওনি বাজার এলাকার মসজিদটিতে দুই হামলাকারী প্রবেশের চেষ্টা করছিল। তারা মসজিদের ফটকে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয় এবং আরও এক জন গুরুতর আহত হয়। বন্দুক হামলার পরপর মসজিদের ভেতরে বোমার বিস্ফোরণ ঘটে।

পুলিশ কর্মকর্তা ওয়াহিদ খান বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, মুসল্লিরা যখন মসজিদের দানের অর্থ ওঠাচ্ছিল তখন বোমাটির বিস্ফোরণ ঘটে। তাৎক্ষনিকভাবে বোমা হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।