ইউক্রেনের দুই শহরে রাশিয়ার সাময়িক যুদ্ধবিরতি

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২ | আপডেট: ২:৩৫:অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২

খণ্ডকালীন যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেনের বেসামরিক জনগণকে দুটি শহরের যুদ্ধস্থল থেকে সরে যাওয়ার সুযোগ করে দিতে এই ঘোষণা দিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বেলারুশে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।

শুক্রবার (৪ মার্চ) মস্কোতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘৫ মার্চ মস্কোর স্থানীয় সময় বেলা ১০টা থেকে খণ্ডকালীন যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেনের মারিউপুল ও ভোলনোভখার বাসিন্দারা যেন নিরাপদ স্থানে সরে যেতে পারেন, সেজন্যেই এই যুদ্ধবিরতি।’

ওই মুখপাত্র আরও বলেন, ‘বেসামরিক লোকজন শহরত্যাগের জন্য কোন কোন সড়ক ব্যবহার করবেন, সে বিষয়েও জানিয়ে দেওয়া হয়েছে। মস্কোও সে বিষয়ে অবগত।’