চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ১০টি স্বর্ণের বারসহ যাত্রী আটক

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২ | আপডেট: ৫:২৯:অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টি স্বর্ণের বারসহ সৌদি আরব ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

 

বৃহস্পতিবার (১৭ মার্চ) জেদ্দা থেকে চট্টগ্রামে আসা বাংলাদেশ বিমানের বিজি-৪১৩৬ ফ্লাইটের যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

 

চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন রিজভী জানান, সৌদি আরবের জেদ্দা থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন সাজ্জাদ। ফ্লাইট থেকে নেমে ল্যাগেজ নিয়ে বের হয়ে যাওয়ার সময় সাজ্জাদের সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করা হয়। এই সময় তার ল্যাগেজের ভেতর স্বর্ণবারের অস্তিত্ব পাওয়া যায়। পরে তার ল্যাগেজ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

 

তিনি আরো জানান, ল্যাগেজের ভেতর খেলনা গাড়ির মধ্যে লিথিয়াম ব্যাটারির কার্বনের মধ্যে কালো রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় স্বর্ণহগুলো লুকানো অবস্থায় ছিল আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।