দাম না কমালে নির্মাণ কাজ বন্ধ রাখার হুশিয়ারি ঠিকাদারদের

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২ | আপডেট: ৪:২২:অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২

নির্মাণকাজে দরপত্রের চুক্তি মূল্য অতিক্রম করায় পুঁজি হারানো ঠিকাদাররা মানববন্ধন, সমাবেশ, স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন কর্মসূচী পালন করেছেন। আগামীতে নির্মাণ কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন তারা।

 

শনিবার দুপুরে রংপুর নগরীর একটি হোটেল মিলনায়তনে সংবাদ সম্মেলনে ঠিকাদার সমিতির আহ্বায়ক রফিকুল ইসলাম দুলাল জানান, সকল নির্মাণ সামগ্রীর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নির্মাণ কাজে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে গড়ে শতকরা ৪০ ভাগ অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে ঠিকাদাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে অনেক ঠিকাদার তাদের পুঁজি হারাতে বসেছেন। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম সচল রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সেই সঙ্গে নির্মাণ সামগ্রীর দামের ঊর্ধ্বগতির সাথে কোন সিন্ডিকেট জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখারও অনুরোধ করেছেন ঠিকাদাররা।

 

এছাড়া নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির কারণে দেশের ১০ লাখ ঠিকাদার ও নির্মাণ কাজে জড়িত এক কোটি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। ঠিকাদাররা তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরতসহ সরকারের কাছে শতকরা ১০ শতাংশ মুনাফার দাবি জানিয়েছেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, ঠিকাদার সমিতির যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম মিঠু, খায়রুল ইসলাম রানা, মঞ্জুর আহমেদ আজাদ, আবু আহমেদ ছিদ্দিক পারভেজ, ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন, আলী আহমেদ চান, ষফিকুল ইসলাম মনা, সদস্য সচিব রইচ আহমেদ, সদস্য আকবর হোসেন, শফিকুল ইসলাম, ওয়াসিম বারী রাজসহ আরও অনেকে।