পুলিশ কমিশনারের সাথে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র মতবিনিময়

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২২ | আপডেট: ১২:৩৪:অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২২

সিলেট মেট্টোপলিটন পুলিশ এর কমিশনার নিশারুল আরিফ সাথে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল প্রবাসীদের জমিজমা রক্ষা, বেদখলকৃত সম্পত্তি উদ্ধার ও বিভিন্ন প্রকার হয়রানির নিরসন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

সিলেটের পুলিশ কমিশনারের অফিসে বৃহস্প্রতিবার (০৭ এপ্রিল) দুপুরে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জিএসসি ইউকে সেন্ট্রাল ভাইস চেয়ার কমিউনিটি লিডার মোহাম্মদ ইছবাহ উদ্দিন, কমিউনিটি লিডার কয়েছ আহমদ, জি.এস.সি ইকে সিলেট চ্যাপারের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফিকুর রহমান আফিক ও সিসিক কাউন্সিলর নাজনীন আক্তার কণা, ট্রেজারার আলী আহসান হাবিব প্রমুখ।

মতবিনিময় সভায় প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেয়ার আশ্বাস দেন। তিনি বিমান বন্দরে সকল প্রকার হয়রানী বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। প্রবাসীরা দেশে রেখে যাওয়া ভূ-সম্পত্তি রক্ষার ব্যাপারে অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। তাদের সম্পত্তি কেউ বেআইনী ভাবে দখল করে ভোগ করতে পারবে না।

পুলিশ কমিশনার নিশারুল আরিফ আরো বলেন, প্রবাসীদের নানা ভাবে সেবা দেওয়ার জন্য পুলিশ বাহিনী সব সময় তৎপর। প্রবাসীরা রেমিটেন্স প্রেরণের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতিকে মজবুত করছেন। পুলিশ প্রশাসন সব সময় তাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব্য প্রবাসীদের সেবা প্রদানে আন্তরিকতার সাথে কাজ করছে।

পরে প্রতিনিধি দল সিলেট রেঞ্জে ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম ও সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক মঈনুল হোসেন এর সাথে মতবিনিময়। সিলেটের ডিআইজ আইন সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সহকারী পরিচালক পাসপোর্ট বিষয়ে সকল হয়রানী বন্ধ ও সহজতর করার ব্যপারে আশ্বাস দেন। বিজ্ঞপ্তি