শাল্লায় বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২ | আপডেট: ৫:০৯:অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২

 

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শাল্লায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মকবুল খাঁ (৫০) ও তার ৭ বছরের ছেলে মাসুদ খাঁর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নাছিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক মকবুল খাঁ উপজেলার নাছিরপুর গ্রামের বাসিন্দা।
শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, মাসুদ খাঁ তার দুই ছেলে ও শ্যালক পুত্রকে নিয়ে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাড়ির পাশে জমিতে ধান কাটতে যান। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বজ্রপাতে মকবুল খাঁ ও তার ছেলে মাসুদ খাঁ ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে মকবুল খাঁর ছেলে রিমন খাঁ (১১) ও শ্যালক পুত্র তানভীর হোসেন(৭) আহত হন। শাল্লা উপজেলা নির্বাহী কর্মকতা মো. আবু তালেব বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের নিকটতম হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।