জগন্নাথপুরে কালবৈশাখী ঝড় মাসহ ছেলে-মেয়ের মৃত্যু

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২২ | আপডেট: ১২:২৬:পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২২

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  :

সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখীর ঝড়ে গাছ চাঁপায় ঘুমন্ত মা-ছেলে ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার পাটলী ইউনিয়নের সুলতানপুর  গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার সুলতানপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বুলু মিয়ার বাড়িতে কেয়ারটেকার হারুন মিয়ার স্ত্রী (৩৪)। তাঁর এক ভছরের ছেলে হোসাইন আহমদ (১) ও মেয়ে মাহিমা বেগম (৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুলতানপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বুলু মিয়ার বাড়িতে কেয়ারটেকার হিসেবে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চকবানিয়াপুর গ্রামের হারুন মিয়া পরিবার পরিজন নিয়ে একটি কাঁচাবাড়ীতে বসবাস করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার ভোরে কালবৈশাখী ঝড়ে তাদের টিনসেটের বসত ঘরের ওপর গাছ পড়ে যায়। এতে মৌসমা বেগম, চার বছরের মেয়ে মাহিনা আক্তার ও এক বছরের ছেলে হোসাইন ঘটনাস্থলেই মারা যায়। জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) সুশাঙ্ক পাল রহমানবিষয়টি নিশ্চিত করেছেন।