রাজধানীর নিউমার্কেট এলাকায় আজ (বুধবার, ২০ এপ্রিল) সকাল থেকে যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। সড়কে ব্যবসায়ী-কর্মচারী, শিক্ষার্থীসহ বিবদমান কোনো পক্ষের উপস্থিতি দেখা যায়নি।
সকালে গিয়ে দেখা যায়, নিউমার্কেট এবং এর আশপাশের কয়েকটি মার্কেট এখনো (সকাল সাড়ে ১১টা) খোলেনি। নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
অন্যদিকে গাউছিয়া, চাঁদনীচক, ধানমন্ডি হকার্স, নিউমার্কেট, চন্দ্রিমাসহ আশেপাশের সব মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা নিজ নিজ দোকানের সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন বলে জানান মালিকরা।