কুলাউড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঈদ করবে ৯৭ গৃহহীন পরিবার

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২ | আপডেট: ৭:৫৮:অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

আগামী ২৬ এপ্রিল মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কুলাউড়ায় ৯৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি অবহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী।

তিনি বলেন, আগামী ২৬ এপ্রিল উপজেলার ভাটেরা, বরমচাল, ব্রাহ্মণবাজার, পৃথিমপাশা ও হাজীপুর ইউনিয়নে তৃতীয় পর্যায়ে ৯৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে এ গৃহ প্রদান করা হবে। এদিন বেলা ১১টার দিকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ঘরগুলো গৃহহীন পরিবারদের মাঝে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, প্রকল্পের প্রতি ঘর নির্মাণে দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে।