কুলাউড়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলনে অধ্যক্ষ ফজলু সভাপতি, সুমন সম্পাদক

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মে ২৪, ২০২২ | আপডেট: ৯:৪২:অপরাহ্ণ, মে ২৪, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

কুলাউড়া উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর অষ্টাদশ কার্যকরী কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মে) বিকেলে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উদীচী কুলাউড়ার সভাপতি অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মকবুল হোসেন।

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা উদীচীর সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান টিপু, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ড. রজত কান্তি ভট্টাচার্য, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উদীচীর সহ-সভাপতি সৈয়দা লতিফা ইসলাম ও অমলেন্দু চক্রবর্তী বিপুল, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল, কৃপাময় শীল, প্রিয় বাংলার সম্পাদক উদীচীর সদস্য নাজমুল বারী সোহেল, ব্যাংকার এনাম উদ্দিন, প্রভাষক আব্দুল খালিক, উদীচীর সহ-সাধারণ সম্পাদক নান্টু দাস, উদিচির সদস্য দিলিপ ঘুষ।

অনুষ্ঠানে শোকবার্তা পড়ে শুনান সংগঠনের সদস্য অনিরুদ্ধ রায় চন্দন। এ সময় উপস্থিত ছিলেন উদীচীর সকল সদস্য শিল্পী ও কলাকুশলীবৃন্দ।

সভাশেষে সংগঠনের উপদেষ্টা কমিউনিস্ট নেতা খন্দকার লুৎফর রহমান সাবেক কমিটি বিলুপ্ত করে পুনরায় অধ্যক্ষ ফজলুল হককে সভাপতি ও নির্মাল্য মিত্র সুমনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।