৪ দিনের অভিযানে ১১৪৯ অবৈধ ক্লিনিক-হাসপাতাল সিলগালা

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২২ | আপডেট: ১১:০১:পূর্বাহ্ণ, মে ৩১, ২০২২

সারা দেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়ার পর চারদিনের অভিযানে স্বাস্থ্য অধিদপ্তর এক হাজার ১৪৯টি স্বাস্থ্যকেন্দ্র সিলগালা করেছে।

সোমবার (৩০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চার দিনের অভিযানে ঢাকা বিভাগে ২৮৬, চট্টগ্রামে ১৯০, রাজশাহীতে ১৩৫, রংপুরে ১৪, ময়মনসিংহে ১২১, বরিশালে ৬৫, সিলেটে ৩৫ এবং খুলনায় ৩০৩টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযান অব্যাহত থাকবে। নিবন্ধনবিহীন কোনো হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে গত ২৬ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসব অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে অধিদপ্তরের পক্ষ থেকে চারটি নির্দেশনা জারি করা হয়।