কুলাউড়ায় বন্যাকবলিত মানুষের মাঝে এমপি সুলতান মনসুরের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২২ | আপডেট: ৮:৫০:পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

বন্যাকবলিত কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুন) বিকেলে পৌরসভা, ভূকশিমইল, কাদিপুর ও ব্রাহ্মণবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকার আশ্রয়কেন্দ্র ও বন্যার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন এমপির প্রতিনিধিদলের নেতৃবৃন্দরা।

 

এমপির পক্ষে ত্রাণ বিতরণকাজে কাদিপুর ইউনিয়নে অংশগ্রহণ করেন স্থানীয় সরকার মৌলভীবাজারের উপপরিচালক মল্লিকা দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, এমপির অফিস সমন্বয়কারী খায়রুল আলম কয়ছর ও কাদিপুর যুব সমাজের বোর্ড চেয়ারম্যান আব্দুল নাহিদ চৌধুরী, ব্রাহ্মণবাজার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবুর নেতৃত্বে কুলাউড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক একেএম শাহাজালাল ও এমপির বিশেষ সহকারী শেখ রুহেল এবং ভূকশিমইল ইউনিয়নে সমাজসেবক মোতাহের আলম চৌধুরীর নেতৃত্বে কুলাউড়া ব্যবসায়ী সমিতির সহসম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা ছয়ফুর রহমান ছাইফুল ও আহবাব হোসেন রাসেল।

 

 

বন্যায় কবলিত সাধারন মানুষের কাছে ত্রান ও খাদ্য সামগ্রি পৌছে দেওয়ার জন্য জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর কুলাউড়া অফিসের পক্ষ থেকে নয়াব আলি ওয়াজেদ খাঁন বাবু সাহেবের নেতৃত্বে ৪ টি ইউনিট মাঠে কাজ করছে।